কৌশিকী অমাবস‍্যায় খাঁ খাঁ তারাপীঠ মন্দির : করোনার জেরে স্তব্ধ জনজীবন

18th August 2020 5:53 pm বীরভূম
কৌশিকী অমাবস‍্যায় খাঁ খাঁ তারাপীঠ মন্দির : করোনার জেরে স্তব্ধ জনজীবন


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) :  কৌশিক অমাবস্যা । কথিত আছে এই কৌশিক অমাবস‍্যায় সাধক বামাখ্যাপা মা তারা'র দর্শন পান  ।  এ বছর মন্দির একদম জনশূন্য, নেই ভক্তদের ভিড় । এছাড়া প্রশাসনের পক্ষ থেকে মন্দির চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে । প্রতিবছর তারাপীঠ মন্দিরে  ভক্তদের ভিড় উপচে পড়ে । কিন্তু এবছর পুরো আলাদা চিত্র দেখা গেল বীরভূমের সতীপীঠ তারাপীঠে । সারা দেশজুড়ে মারণ ভাইরাস করোনার প্রভাব ।  ফলে প্রায় সকল ধর্মীয় স্থান বন্ধ ।তেমনি বন্ধ তারাপীঠ সর্বসাধারণের জন্য। মন্দিরের সেবাইত জীবন বন্দ্যোপাধ্যায় জানান ," এই তারাপীঠে প্রচুর ভক্তের সমাগম হয় কিন্তু এবছর করোনার জন্য সেরকম ভিড় নেই , মা তারা বিশ্ব বাসির মঙ্গল করুন । 





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।